বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে বাংলাদেশের জয় ২২ রানে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বুধবার দুপুর ২টায় চট্টগ্রামে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের লক্ষ্য সাকিবদের।
আজ মঙ্গলবার হোটেলেই কাটিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অধিনায়ক সাকিব আল হাসান একটি পণ্যের বিজ্ঞাপনী কাজে খানিকটা ব্যস্ত সময় পার করেন। বাকিরা টিম হোটেলেই সেরে নেন ফিটনেসসহ অন্যান্য কাজ। স্বাগতিকদের মতোই মঙ্গলবার অনুশীলন করেননি প্রথম টি-টোয়েন্টিতে খেলা আইরিশ ক্রিকেটাররা। স্কোয়াডের অন্যদের সঙ্গে টেস্ট দলের ক্রিকেটাররা করে অনুশীলন।
অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আয়ারল্যান্ডের সহকারী কোচ গ্যারি উইলসন। ওয়ানডে সিরিজ হারা আইরিশরা টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় পুরোদমে।
তিনি বলেন, ‘আমার মনে হয়, একই ধরনের উইকেটে খেলা হবে এবং ম্যাচ শুরুর সময়ও একই। আবারও হয়তো বড় রানের ম্যাচ হবে। আমরা আত্মবিশ্বাসী। দলে ভালো ক্রিকেটার আছে। শুধু নিজেদের মেলে ধরতে হবে। স্টার্লিং বিশ্বজুড়ে খেলেছে, সে বিশ্বমানের ক্রিকেটার। টেক্টর বিশ্ব মানের ক্রিকেটার। আমাদের সামর্থ্যবান ক্রিকেটার আছে। স্রেফ এই সফরে আমরা মাঠে এখনো পর্যন্ত দেখাতে পারিনি।’
প্রথম ম্যাচে বাগড়া দিয়েছিল বৃষ্টি। ১৯.২ ওভারে বাংলাদেশ করেছিল ৫ উইকেটে ২০৭ রান। কার্টেল ওভারে আয়ারল্যান্ডের লক্ষ্য নির্ধারণ হয় ৮ ওভারে ১০৪ রান। শুরুটা দারুণ করেছিল দলটি। তবে হাসান ও তাসকিনের বোলিং তোপে ৫ উইকেটে ৮১ রান করতে পারে সফরকারীরা। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে থাকা বাংলাদেশের লক্ষ্য দ্বিতীয় ম্যাচে জয়।
Leave a Reply