1. aminandbd@gmail.com : Aminul Islam : Aminul Islam
  2. mrkarim121292@gmail.com : Leo Rezaul Karim : Leo Rezaul Karim
  3. rajib6850@gmail.com : Md. Rajib : Md. Rajib
  4. zahidbdg@gmail.com : Zahidul Islam : Zahidul Islam
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন

সাংগঠনিক শক্ত অবস্থানে মহিববুর রহমান (মহিব)

  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৪২৩ Time View

সাইদুর রহমান (সাইদ) : রাজনৈতিক ও সাংগঠনিক শক্ত অবস্থানে রয়েছেন পটুয়াখালী -৪ (কলাপাড়া- রাঙ্গাবালী) সংসদীয় আসনের ক্ষমতাশীন দলের এমপি মহিববুর রহমান (মহিব)। একদিকে তার হাত ধরে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞের কারণে তার প্রতি বেড়েছে জনআস্থা। অন্যদিকে স্থানীয় নেতাকর্মিদের সাথে বন্ধুত্বপূর্ণ ও নিবিড় সম্পর্ক রেখে চলার কারণে এ সময়ে তিনি সাংগঠনিকভাবে শক্ত অবস্তানে রয়েছে বলে দাবি করছে এলাকার নেতাকর্মিরা। সবথানীয় সূত্রমতে,রাজনৈতিক প্রভাবশালীদের অপচেষ্টা ও কুটকৌশল দিয়ে এমপি মুহবের জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলেও , সত্য হচ্ছে প্রভাবশালীদের বহুমাত্রিক ষড়যন্ত্রের মধ্যে থেকেও এমপি একদিকে উন্নয়ন প্রচেষ্টা চালিয়ে গেছেন পাশাপাশি দল যাতে গতিশীল থাকে সে বিষয়েও তিনি নিবিড় তদারকি করেছেন । সব মিলে এলাকায় তিনি জনসমর্থন ও জন আস্থায় অনেক এগিয়ে রয়েছেন। নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও মাঠ পর্যায়ে দলীয় নেতাকর্মিদের সাথে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। যেমন বলছিলেন রাঙাবালির শ্রমজীবি নওসের আলী। তিনি বলছিলেন, প্রায় ৩০ বছর যাবৎ তিনি রাঙাবালির চরাঞ্চলে বসবাস করছেন। অনেক এমপি মন্ত্রীকে তিনি দেখেছেন । কিন্তু বর্তমান এমপি গরীবের আপদে বিপদে যতটা আন্তরিকতা দেখান অতীতের কারো কাছ থেকে তিনি এতটা আন্তরিকতা দেখেননি। তিনি আরো বলেন, এমপির কাছে একজন সাধারণ মানুষ খুব সহজে কথা বলতে পারেন। তিনি ব্যক্তিগতভাবে এমপি মহিববুর রহমান মহিবকে ভদ্রলোক ও গরিবের প্রতি শ্রদ্ধাশীল মানুষ বলে মনে করেন। এসব গুন তাকে অনেক বেশী জনপ্রিয়তা এনে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই বিষয়ে কথা হয় কলাপাড়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পদক আব্দুল মোতালেব তালুকদারের সাথে। এমপি হওয়ার আগে ও পরে নেতাকর্মিদের সাথে কতটা সম্পর্ক রেখেচলেছেন এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, মহিব দলের সাথে আগে থেকেই সম্পৃক্ত ছিলেন। রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। সে সময়ে তিনি জনপ্রিয় ছিলেন বলেই নমিনেশন পেয়েছিলেন। এমপি হয়েছেন। হ্যা তাকে ঘিরে এলাকায় বিতর্ক ছিলো। এখনো আছে। কারণ বড় দলে পদ পদবি নিয়ে সবখানেই এমন সমস্যা থাকে। আমাদের আসনও এর বাইরে নয়। তবে একটা কথা স্বীকার করতে হবে এমপি হওয়ার পর তিনি নিজের অব¯’ান জনমুখি করার চেষ্টা করেছেন। নেতাকর্মিদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের খোজ খবর নেয়ার চেষ্টা করেছেন। এতে তার জনপ্রিয়তা বেড়েছে না কমেছে তা সময়ই বলে দেবে। ঠিক একই বিষয়ে কথা হয় একই শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বদিউর রহমান বন্টির সাথে। তিনি জানান, তিনি নিজে অনেক দিন থেকেই অসুস্থ্য।এলাকার সাথে যোগযোগে কিছুটা গ্যাপ আছে। কিন্তু তার পরেও এমপি হওয়ার পর থেকেই মহিব্বুর রহমান মুহিব নিজ দলের নেতাকর্মিদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের খোঁজ খবর নেয়াকে গুরুত্ব দিয়েছেন। চেষ্টা করেছেন মানুষের সমস্যা সমাধানে। সভা সেমিনারসহ সামাজিক অনেক কাজে নিজেকে সার্বক্ষণিক জড়িয়ে রাখার চেষ্টা করেছেন। সাধারণ ভাবে এমপি হওয়ার আগে নেতারা এলাকার সাথে বেশী সম্পর্ক রাখে। নির্বাচিত হওয়ার পর সে কাজে একটু ভাটা পড়ে। কিন্তু মহিবের বেলায় তার উল্টো ঘটনা চোখে পড়ে। নির্বাচিত হওয়ার পর তিনি জনসম্পৃক্ততা বাড়াতে সচেষ্ট ছিলেন। সব মিলে অতীতের তুলনায় তিনি সাংগঠনিক ও মানবিক বিবেচনায় শক্ত অবস্থানে আছেন বলে আমি মনে করি। একই বিষয়ে জানতে চাইলে মহিববুর রহমান মহিব এমপি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ভালবেসে তার দলের পবিত্র আমানত হিসেবে আমাকে এমপি করেছেন। আমি সকল অবস্থায় তার সম্মানের বিষয়টি সামনে রেখে কাজ করার চেষ্টা করেছি। এখনো করছি। যতদিন বেঁচে থাকবো তা করার চেষ্টা করবো। আমি আমার এলাকার জনগণনের সেবা করার সুযোগ পেয়েছি । আমি সকল অবস্থায় এলাকার উন্নয়ন এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি। একথা সত্য এলাকার কিছু ক্ষমতালোভী মানুষ আমাকে ও আমার পরিবারকে ছোট করার নানা ষড়যন্ত্রে লিপ্ত থেকে বিভ্রান্তিমূলক প্রচারণা করে যাচ্ছে। যা দুঃখজনক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
কপিরাইট © 2023 দৈনিক কালের ছবি
Design & Development By Md. Rajib