কেশবপুর যশোর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল মজিদ গাজীর বড় ছেলে মোঃ আকবার আলী ।২০২৩সালের রাষ্ট্রপতি আনসার সেবা পদক লাভ করেছেন। তার এ অর্জনে কেশবপুরে তার গ্রামের বাড়ী সহ আত্মীয় বন্ধুদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
জানা গেছে, ১৯৯৩ সালে এস এস সি পাশ করে কেশবপুর কলেজে ভর্তি হন পরে ১৯৯৫ সালে এইচ এসসি পাশ করে ব্যাটালিয়ান আনসারে ভর্তি হন। এবং তিন মাস ট্রেনিং করে ২৫ আনসার ব্যাটালিযনে যোগদেন এর র্যাব ০৮ বরিশালে যোগদান করেন ১৯১৫ সালে র্যাবে কঠিন পরিশ্রম করে জলদস্যু দের আর্ত্নসমারপন করানোর কাজে সহোযগিতা করেন।
তার বীরত্বপূর্ণ ও সাহসিকতায় জলদস্যুরা আত্নসর্মারপন করতে বাধ্য হয়। এবং অস্ত্র জমা করেন সে ধারাবাহিকতায় ল্যান্স নাযেক মোঃ আকবর আলী কে গত ১২ ই ফেব্রয়ারী ২০২৩ বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে বীরত্বপুর্ন,সাহসিকতা, প্রশংসনীয় দৃষ্টান্ত এবং সেবামূলক কাজের স্বীকৃতি স্বরুপ রাষ্ট্রপতি আনসার সেবা পদক পরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় ল্যান্স নায়েক মোঃ আকবার আলী কে ৩০ আনসার ব্যাটালিয়ন এর সকল পদবীর সদস্যাগন সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। উক্ত অনুষ্টানে সম্মানীত ব্যাটালিয়নের অধিনায়ক ও উপঅধিনায়ক উপস্থিতিতে থেকেই এ ক্রেস্ট প্রদান করেন
মোঃ আকবার আলী সবার কাছে দোওয়া চেয়েছেন চাকুরীজীবনে সাহসী কতার সাথে চাকরি করে যেতে পারেন।
Leave a Reply