1. aminandbd@gmail.com : Aminul Islam : Aminul Islam
  2. mrkarim121292@gmail.com : Leo Rezaul Karim : Leo Rezaul Karim
  3. rajib6850@gmail.com : Md. Rajib : Md. Rajib
  4. zahidbdg@gmail.com : Zahidul Islam : Zahidul Islam
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০২:২৯ অপরাহ্ন

ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মি. মনোজ কুমার এর বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন

  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১১৬ Time View

আশরাফ আলী সিদ্দিকী, লালমনিরহাট প্রতিনিধি:
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মি. মনোজ কুমার এর বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন ও বাণিজ্যিক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (৬মে) দুপুর ১ ঘটিকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার (AHC) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেন। এসময় আমদানি রপ্তানিকারক গ্রুপ, কাস্টমস, স্থলবন্দর কর্তৃপক্ষ মি. মজোজ কুমারকে ফুলেল শুভেচ্ছা জানান।আনুষ্ঠানিকতা শেষে মি. মনোজ কুমার বুড়িমারী স্থলবন্দরের সম্মেলন কক্ষে বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ এর আয়োজনে বুড়িমারী স্থল বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ, বিজিবি, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, লালমনিরহাট চ্যাম্বার্স অব কমার্স ও স্থানীয় বিভিন্ন স্টেক হোল্ডারগণদের সাথে এক বাণিজ্যিক সভা করেন।উক্ত সভায় উপস্থিত ছিলেন মো. রুহুল আমীন বাবুল (সভাপতি, বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ) এর সভাপতিত্বে উক্ত বাণিজ্যিক সভায় উপস্থিত ছিলেন মো. মাহমুদুল হাসান (উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), পাটগ্রাম) বিল্লাল হোসেন (ডেপুটি কমিশনার, বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, পাটগ্রাম); মো. গিয়াস উদ্দিন (সহকারী পরিচালক (ট্রাফিক), বুড়িমারী স্থলবন্দর, পাটগ্রাম) মো. ফরহাদ হোসেন (এসিস্ট্যান্ট পুলিশ সুপার (বি সার্কেল), লালমনিরহাট) মুর হাসান কবির (ইনচার্জ, বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট, পাটগ্রাম) সহ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, বিজিবি, লালমনিরহাট চ্যাম্বার্স অব কমার্স, লেবার এসোসিয়েশন এর প্রতিনিধিগণ।উক্ত কর্মসূচিতে বাংলাদেশি যাত্রীদের ভিসা জটিলতা নিরসনে পদক্ষেপ গ্রহণ, আমদানি-রপ্তানিকৃত পণ্যের কোয়ালিটি কন্ট্রোল, ০৫ বছর মেয়াদী মাল্টিপোল ভিসা চালু, ফিটনেসবিহীন যানবাহনের প্রবেশাধিকার সীমিতকরণ, ট্রেড টাইম বাড়ানো, আমদানি পন্যের প্যাকেজিং উন্নতকরণ ও চোরাকারবারিদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণ বিষয়ে আলোচনা করেন তিনি। পরিপ্রেক্ষিতে মি. মনোজ কুমার এসব সমস্যা নিরসনে ভারতীয় যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস প্রদান করেন।বাণিজ্যিক সভা শেষে মি. মনোজ কুমার ভারতের চ্যাংবান্ধায় বিএসএফ, কাস্টমস, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এর সাথে মিটিং করবেন। মিটিং শেষে পুনরায় পাটগ্রাম শ্রী শ্রী মা পাটেশ্বরী মন্দির ও বাউরা মহাশ্মশান শিব মন্দির পরিদর্শন শেষে রংপুরের উদ্দেশে পাটগ্রাম ত্যাগ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
কপিরাইট © 2023 দৈনিক কালের ছবি
Design & Development By Md. Rajib