1. aminandbd@gmail.com : Aminul Islam : Aminul Islam
  2. mrkarim121292@gmail.com : Leo Rezaul Karim : Leo Rezaul Karim
  3. rajib6850@gmail.com : Md. Rajib : Md. Rajib
  4. zahidbdg@gmail.com : Zahidul Islam : Zahidul Islam
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০২:৫২ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা জনগণকে জানাতে এসেছি : মহিববুর রহমান মহিব এমপি

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৬০ Time View

মো. সাইদুর রহমান : রাজনৈতিক শত্রুতার বাইরে এসে একটি সত্য স্বীকার করতে হবে,তা হচ্ছে পটুয়াখালী-৪ আসনের কলাপাড়া-রাঙ্গাবালী এলাকায় বর্তমান এমপি মহিববুর রহমান মহিবের হাত ধরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এমটি বলছিলেন আঃ হক মৃধা নামে এলাকার একজন সাধারণ অধিবাসী। তিনি বলছিলেন, অনেকটা পিছিয়ে থাকা এ অঞ্চচলের মানুষ এতটা উন্নয়নের চিন্তাও করতে পারেনি। তিনি মনে করেন এমন উন্ন্য়ন সম্ভব হয়েছে বর্তমান এমপি মহিব্বুর রহমানের আন্তরিক চেষ্টা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতার কারণে। বর্তমান এমপিকে এলাকার মানুুষ প্রধানমন্ত্রীর অত্যন্ত অনুগত ও আস্থাভাজান বলে জানেন বলে মন্তব্য করেন আঃ হক মৃধা। সে কারণে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে এলাকা উন্নয়নে সার্বিক সহযোগিতা দিয়েছেন এমপি মহিববুর রহমান মহিবকে। আঃ হক মৃধাদের বার্তার প্রতিধ্বনি পাওয়া গেল গত সপ্তাহে এলাকার উন্নয়ন চিত্র জনগণকে জানাতে লিফলেট প্রকাশ অনুষ্ঠানে। যার আয়োজক ছিলেন এমপি মহিববুর রহমান মহিব।
এ বিষয়ে এমপি মহিববুর রহমান দৈনিক কালের ছবিকে বলেন, এলাকায় যে ব্যাপক উন্নয়ন ঘটেছে আর ভেতর থেকে যে সাধারণ মানুষের ভাগ্য বদলে যাচ্ছে। সে কথা অনেক নেতা জানার পরও সাধারণ মানুষকে জানাতে চান না। তারা আছেন কীভাবে কাকে ছোট করা যায় সে মিশন নিয়ে। কিন্তু এটাতো প্রধানমন্ত্রীর জন্য ভাল কিছু না। স্থানীয় কতিপয় নেতা নিজেদের স্বার্থ রক্ষায় প্রধান মন্ত্রীর এত উন্নয়নের বার্তা এলাকাবাসিকে জানাচ্ছে না। কিন্তু আমিতো প্রধানমন্ত্রীর দেয়া আমানত হিসেবে এমপি হয়েছি। জনগণকে সত্য জানানো আমার কর্তব্য। তিনি আরো জানান, কিছু মানুষ নিজেদের স্বার্থে জাতীয় স্বার্থকে আড়াল করতে বহুমাত্রিক ষড়যন্ত্র করছেন। কিন্তু আমি প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষের জন্য কতটুকু করতে পারলাম তা জাননোকে কর্তব্য মনে করি । এদিকে লিফলেট প্রকাশ ও এর বিতরণে পটুয়াখালী-৪ আসনের (কলাপাড়া-রাঙ্গাবালী) এলাকার সাধারণ মানুষ বেশ খুশি । অনেকেই বলছেন এলাকায় এত উন্নয়ন হয়েছে এ তথ্য তাদের জানা ছিলো না। তবে এমপি নিজে উদ্যোগী হয়ে তাদের এলাকার উন্নয়ন তথ্য সামনে আনায় তারা জানতে পেরেছেন। উল্ল্যেখ্য, সম্প্রতি সরকারের ১৪ বছরের বিস্ময়কর উন্নয়নের উল্লেখযোগ্য দিক লিফলেট আকারে তুলে ধরে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান সংবাদ সম্মেলন করেছেন। আনুষ্ঠানিকভাব এলাকার তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়র তৌহিদুর রহমান মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে এমপি মহিববুর র চলাকালে ধনী রাষ্ট্রগুলো যখন হিমশিম খেয়েছে তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে কলাপাড়াসহ সারা দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে সক্ষমতার বার্তা দিয়েছেন। যা আজ বিশ্বের রোল মডেল। প্রকাশিত উন্নয়ন লিফলেটে পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ এখানকার উল্লেখযোগ্য ৭৬ টি উন্নয়ন শিরোনাম তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে জাতীয় উন্নয়নের উল্লেখযোগ্য চিত্র। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড. শহীদুল ইসলাম বিশ্বাস, জেলা পরিষদ সদস্য বিলকিচ জাহান, অধ্যক্ষ মঞ্জরুল আলম, আওয়ামী লীগ নেতা অ্যাভোকেট মজিবর রহমান চুন্নু, প্যানেল মেয়র হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
এমপি মহিব আরও বলেন, আমি বিগত সংসদ নির্বাচনের আগে নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছি। চার বছরের উন্নয়ন নিয়ে সংকলন প্রকাশ করেছি। রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এলাকায় পরিনত করেছি। সালিশ বাণিজ্য বন্ধ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এলাকার উন্নয়ন নিজে মনিটরিং করেন। আমি শুধু তার নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এলাকার মানুষের পাশে থেকে তাদের সেবক হিসেবে সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছি। এমপি এই আসনের অভাবনীয় উন্নয়নের জন্য আগামী সংসদ নির্বাচনে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আবেদন করেন। তার তুলে ধরা লিফলেটে বলা হয়েছে ।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উন্নয়নের মহাসড়কে কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলাআকাশচুম্বি চ্যালেঞ্জ, জঙ্গীবাদ নির্মূল ও সকল দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে অগ্রগতির নতুন মাইলফলক সৃষ্টি করে সাফল্যের টানা ১৪ বছর পূর্ণ করেছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার । করোনা মহামারী, ইউক্রেন যুদ্ধে বিশ্বেরধনী রাষ্ট্রগুলো যখন হিমশিম খাচ্ছিলো ঠিক তখন বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে বিশ্বের সামনে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে অবস্থান গ্রহণের বার্তা দিয়েছে শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ। খাদ্য, নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ, কৃষি, ক্রীড়া, শিক্ষা, স্বাস্থ্যখাতের অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নতি ও শ্রেণি বিশেষ সকল শ্রেণি পেশার মানুষকে বিশেষ সহায়তা প্রদানসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের জন্য শেখ হাসিনা’র নেতৃত্ব বৈশ্বিক প্রশংসা কুড়িয়েছে যা আজ বিশ্বের রোল মডেল ।
উল্লেখযোগ্য উন্নয়নের খন্ডচিত্র কলাপাড়ায় দেশের তৃতীয় বৃহত্তম “পায়রা সমুদ্র বন্দর” নির্মাণ । – রাঙ্গাবালী থানা গঠন ও উপজেলায় উন্নীতকরণ । পায়রা বন্দর কলাপাড়ায় দেশের বৃহৎ ১৩২০ মেগাওয়াট “পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র” নির্মাণ । যা ইতোমধ্যে জাতীয় গ্রিডে যোগ হয়েছে। জচঈখ কর্তৃক ১৩২০ মেগাওয়াট নির্মাণাধিন এবং সৌরপ্লান্ট সহ আরো প্রায় ৪৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন । সাগরকন্যা খ্যাত কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে উন্নীতকরণ এবং কুয়াকাটাকে ঘিরে রয়েছে সরকারের বিশেষ মাষ্টার প্লান যা চলমান । শেখ হাসিনা’র উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” অঙ্গীকার বাস্তবায়নে কলাপাড়া উপজেলা সহ নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে অবগ্রীড ভূক্ত এলাকা রাঙ্গাবালী উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন । রাঙ্গাবালী উপজেলায় মডেল মসজিদ নির্মাণ । কলাপাড়া উপজেলার সাথে উপজেলার সকল ইউনিয়ন কানেক্টিভিটি পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে । কলাপাড়া উপজেলার লালুয়ায় শেরে-ই-বাংলা নৌ ঘাঁটি স্থাপন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সেতু নির্মাণ করা হয়েছে । মহিপুর’কে থানায় উন্নীতকরণ । রাঙ্গাবালী উপজেলায় প্রশাসনিক ভবন, ডরমেটরী, মৎস্য ভবন, পল্লী ভবন, আনসার সদস্যদের আবাসিক ভবন, জেলা পরিষদের অত্যাধুনিক ডাকবাংলো নির্মাণ করা হয়েছে । কুয়াকাটায় দেশের তৃতীয় সাব মেরিন ক্যাবল ল্যান্ডিং ষ্টেশন নির্মাণ । বালিয়াতলী আন্ধার মানিক নদীর উপর সৈয়দ নজরুল ইসলাম সেতু নির্মাণ ।কুয়াকাটাকে পৌরসভায় উন্নীতকরণ । বর্তমান সরকারের আমলে কলাপাড়ায় ড়সং এর আওতায় ৩০ টাকা কেজি দরে চাল ১৮ টাকা কেজি দরে আটা দেওয়া হয় ৭ জন ডিলারের মাধ্যমে । খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় কলাপাড়া উপজেলায় ইতিপূর্বে ১০ টাকায় এবং বর্তমানে ১৫ টাকা কেজি দরে ২০ হাজার ১৫৩ পরিবার চাল পেয়ে আসছে। রাঙ্গাবালী উপজেলায় ২৩ জন খাদ্য বান্ধব ২ জন ড়সং এর ডিলারের মাধ্যমে ১০ হাজার ৫ শত ৭০ জনকে ১০ টাকা কেজি (বর্তমান ১৫ টাকা) দরে চাল পাচ্ছে । কলাপাড়া উপজেলায় জনস্বাস্থা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বর্তমান সরকারের আমলে ২৫১৮ টি, এলজিইডি কর্তৃক ৩২০টি, বিভিন্ন সংস্থার মাধ্যমে ৩১৫২টি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ১৩০ টি নলকূপ স্থাপন এবং পিইডিপি প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয় ওয়াসব্লক নির্মাণ করা হয়েছে।কলাপাড়ায় এলজিইডি ভবন নির্মাণ । কলাপাড়ায় শহীদ শেখ কামাল অডিটোরিয়াম নির্মাণ । রাঙ্গাবালী-কলাপাড়া উপজেলায় সরকারি পৃষ্ঠপোষকতায় দেশী / বিদেশী এনজিও সংস্থার অর্থায়নে রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান । কলাপাড়া উপজেলায় এলজিইডি কর্তৃক ২০০ কিলোমিটার পাকা রাস্তা, ২০ টি আর.সি.সি ব্রিজ নির্মাণ । রাঙ্গাবালী উপজেলায় এলজিইডি কর্তৃক ১৩০ কিলোমিটার পাকা রাস্তা ও ৭ টি আরসিসি ব্রিজ নির্মাণ । রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলায় অসংখ্য সুইজ ও কালভার্ট নির্মাণ । রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলায় ১৬ টি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ । কলাপাড়া উপজেলায় সংস্থার মাধ্যমে ৩৭১ কিঃমিঃ ইটের সোলিং রাস্তা, ০৯ টি সাইক্লোন সেল্টার, ও ৪০০ কিঃ মিঃ সবুজ বনায়ন নির্মাণ । কলাপাড়া আন্তর্জাতিক মানের বিমান বন্দর, ক্রিকেট স্টেডিয়াম, ভাঙ্গা পায়রা বন্দর-কুয়াকাটা বুলেট ট্রেন, ঢাকা-কুয়াকাটা ছয় লেন সড়ক নির্মাণের সমীক্ষা চলমান । রাঙ্গাবালী উপজেলায় সোনারচর-জাহাজমারা চরহেয়ার নয়নাভীরাম সৌন্দর্যের এই দ্বীপ তিনটি এবং কলাপাড়া উপজেলায় গঙ্গামতি পর্যটন কেন্দ্র গড়তে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে । রাঙ্গাবালী উপজেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপনের সিদ্ধান্ত রাঙ্গাবালী উপজেলায় যোগাযোগ ব্যবস্থা উন্নতিকল্পে ফেরী চালুকরণ প্রক্রিয়াধীন । শেখ হাসিনা’র নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উল্লেখযোগ্য সাফল্য বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন । নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ। হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক । বিমানবন্দরে দৃষ্টিনন্দন তৃতীয় টার্মিনাল ভবনের কাজ দৃশ্যমান। রূপপুর ২৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। বঙ্গবন্ধু স্যাটেলাইট। ঢাকায় মেট্রোরেল চালু। এলিভেটেড এক্সপ্রেসওয়ে। । কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টার্নেল নির্মাণ । ই-নামজারী । অনলাইন জিডি। সমুদ্র বিজয়। সকল সেবা জনগণের কাছে পৌঁছে দিতে জরুরী সেবা ৯৯৯ চালু । সকল ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র চালু । সকল উপজেলায় । মডেল মসজিদ নির্মাণ । ইন্টারনেট সেবা ৪এ থেকে ২০গুণ ক্ষমতা সম্পন্ন ৫এ পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন । ২০১৩ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক ঘোষণায় ২৬১৯৩ টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ । ২০১৮ সালে সকল উপজেলায় কমপক্ষে একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ জাতীয়করণ করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
কপিরাইট © 2023 দৈনিক কালের ছবি
Design & Development By Md. Rajib