মোঃ আনোয়ার হোসেনঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিটি উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি হাজী মোঃতোফাজ্জল হোসেন এর নেতৃত্বে ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন এর সঞ্চালনায়ন সারাদেশের ন্যায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে শ্রীনগর উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২২ মে সোমবার বেলা ১১টায় শ্রীনগরের ঝুমুর সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর চকবাজার ন্যাশনাল ব্যাংকের নিচে এসে নেতাকর্মীরা সমবেত হয়ে রাজশাহী জেলা বিএনপির আহবয়ক আবুসাঈদ চাঁদকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে মিছিলটি সমাপ্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আঃলীগের নবনির্বাচিত যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু,সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন,কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত।
আরও উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল-মামুন,সাধারণ সম্পাদক হাজী নেছারউল্লাহ সুজন,সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান সহ প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply