রনি সরকার পীরগঞ্জঃজেলা প্রশাসনের উদ্যোগে পলাশবাড়ী উপজেলার পৌর শহরের প্রেসক্লাব রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল ২৪ মে বুধবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকে কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জুয়েল মিয়া এর উপস্থিতিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।পলাশবাড়ী পৌরসভার উন্নয়নের লক্ষ্যে পৌর মেয়রের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বলেন- ১৭টি অবৈধ স্থাপনার মধ্যে ১৩ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অবশিষ্ট ৪ টি স্থাপনা উচ্ছেদের প্রক্রিয়া চলমান রয়েছে। অতিদ্রুত অবশিষ্ট ৪ টি স্থাপনা উচ্ছেদ করা হবে।
Leave a Reply