ওসমান গনি : গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বিভিন্ন গবাদিপশুর ঔষধ বিক্রির দোকানে মানুষের ঔষধের পাশাপাশি গবাদিপশুর ঔষধ রাখার অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
এ সময় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ রাখার দায়ে ভবেরচর বাজার, দড়ি বাউশিয়া, মিরেরগাঁও ও ইমামপুর ইউনিয়নের বিভিন্ন ঔষধের দোকানে নকল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ মোটাতাজাকরণ পণ্যের ওপর অভিযান পরিচালনা করা হয়।
এদিকে এদিকে মানুষের ঔষধের পাশাপাশি গবাদিপশুর ঔষধ রাখার অপরাধে এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায়, পাঠান ফার্মেসি ও রোজা ট্রেডাস নামীয় দুই প্রতিষ্ঠান কে ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এবং অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক ও নির্দেশনা প্রদান করা হয়। এ সময় অভিযানে সহযোগিতা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আতাউর রহমান এবং তার টীম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, উপজেলার বিভিন্ন গবাদিপশুর ঔষধ বিক্রয় কেন্দ্রে অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ রাখা এবং মানুষের ঔষধ বিক্রির পাশাপাশি গবাদিপশু ঔষধ বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য ও জীবনমান সংরক্ষণে সর্বোচ্চ ভূমিকা রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply