নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজনেস ডাইজেস্ট ম্যাগাজিন এর উদ্যোগে গতকাল রাজধানীর একটি রেস্তোরায় “আত্মশুদ্ধি অর্জনে সিয়াম সাধনা ও আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা, পুরস্কার প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি, বীরমুক্তিযোদ্ধা বিচারপতি ড. মোহাম্মদ আবু তারিক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র পরিচালক ও নোয়াখালী ক্লাব ঢাকা লিঃ এর সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাহমুদ আল ফয়সাল, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মুন্সি মুকুল প্রমুখ।
সভাপতিত্ব করেন বিজনেস ডাইজেস্ট এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শহিদুল্লাহ প্রিন্স। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি ড. মোহাম্মদ আবু তারিক এর কাছ থেকে তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য বিজনেস ডাইজেস্ট শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০২৩ গ্রহণ করেন কোডম্যানবিডি এর সিইও মিনহাজুল আসিফ।
Leave a Reply