হাফিজুর রহমান আকাশ,(কুয়াকাটা প্রতিনিধি) ঃকুয়াকাটার সৈকতে দূর্গা পূজা উপলক্ষে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক। আগত
পর্যটকরা সমুদ্রের নোনা জলে নেচে গেয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার
সেল্ফি তুলে ছড়ি দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে আবার সৈকতের
বেঞ্চিতে বসে উপভোগ করছেন কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকের এমন ভীড়ে
বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেল। আগত পর্যটকদের নিরাপত্তায়
তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ।
ঢাকা থেকে আসা পর্যটক আমিন উল্লাহ্ বলেন, যখনই মনরম পরিবেশে যেতে মন চায়
কুয়াকাটা চলে আসি। তবে কুয়াকাটার সুন্দর্য রক্ষায় জিও ব্যাগ ও জিও টিউব
অপসরন জরুরীকুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম) এর সাধারণ সম্পাদক হোসাইন
আমির জানান, কুয়াকাটায় সাপ্তাহিক ছুটি সাথে আবার দুর্গাপূজার ছুটিতে কুয়াকাটায় পর্যট বেড়েছে।
তবে সাগরে পানি বেড়ে যাওয়ায় আস-পাশের পর্যটন র্স্পটগুলো বন্ধ হয়ে যায় এমত
অবস্থায় দ্রুত কৃতিম পর্যটন কেন্দ্র তৈরী করা জরুরী।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পদ্মা সেতুর উদ্বোধনে কুয়াকাটায়
অনেক পর্যটক বেড়েছে, তবে এখন দরকার কুয়াকাটা পৌরসভা ও পর্যটন এলাকাকে
জরুরীভাবে মাষ্টার প্লানে উন্নিত করা আর সম্দ্রু সৈকতের তীরে গ্রইন বাধ। এ কাজ
দুটি তার কুয়াকাটায় জরুরী ভিত্তিতে করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি
জানাই।
Leave a Reply