1. aminandbd@gmail.com : Aminul Islam : Aminul Islam
  2. mrkarim121292@gmail.com : Leo Rezaul Karim : Leo Rezaul Karim
  3. rajib6850@gmail.com : Md. Rajib : Md. Rajib
  4. zahidbdg@gmail.com : Zahidul Islam : Zahidul Islam
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০২:০১ অপরাহ্ন

কাজী জীবন আহমেদ-এর জন্মদিন পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

কালের ছবি ডেস্ক : দৈনিক কালের ছবি’র প্লানিং এডিটর কাজী জীবন আহমেদ-এর জন্মদিন আজ ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় দৈনিক কালের ছবি কার্যালয়ে সহকর্মিদের সাথে পালন করা হয়। কাজী জীবন আহমেদকে অনেকেই এভার গ্রীন হিসেবে সম্বোধন করে থাকেন। আজ জন্ম দিনের ঘরোয়া আয়োজনে সে কথাটি বহুবার উচ্চারিত হয়। সন্ধ্যায় সহকর্মিদের সাথে নিয়ে জন্মদিনে কেক কাটেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাহিদুল ইসলাম শিশির, অন্যান্যের মধ্যে নীল দিগন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. ইকবাল হোসেন, মেমোরা গ্লোবাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন, ইন্দো বাংলা কো. এর চেয়ারম্যান মো. হাজী আলালসহ কালের ছবি পত্রিকার অনলাইন ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া, এডমিন ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ক্যামেরা পার্সন রাজিব সরদারসহ বিভিন্ন সেকশন এর কর্মকতাগণ উপস্থিত ছিলেন। কেক কাটার পর সহকর্মিদের শুভেচ্ছা সিক্ত হন কাজী জীবন আহমেদ। সকলে তার সুস্বাস্থ্য পেশাগত সফলতা ও দীর্ঘায়ূ কামনা করেন। জবাবে কাজী জীবন আহমেদ সকলের দোয়া নিয়ে দৈনিক কালের ছবিকে গণমানুষের সেবায় সামনে নিয়ে যাওয়া সহ অসহায় মানবতার পক্ষে কাজ করতে পারার জন্য সবার দোয়া কামনা করেন। উল্লেখ্য কাজী জীবন আহমেদ একজন সাংবাদিক, সংগঠক ও উপস্থাপক হিসেবে দুই যুগেরও বেশী সময় ধরে গণমাধ্যমের বিভিন্ন সেকসনে কাজ করে সুনাম অর্জন করেছেন। তিনি ভাষাগত দিক থেকে খুবই অমায়িক স্বভাব সূলভ একজন আপাদমস্তক মানবিক মানুষ। তিনি ভালো সংগঠক । তিনি সব সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন।তিনি দৈনিক কালের ছবি পএিকার সুচনালগ্ন থেকে প্লানিং এডিটর হিসেবে অদ্যবধি বিশ্বস্ততার সহিত দায়িত্ব পালন করছেন। পরিচ্ছন্ন সাংবাদিকতার পাশাপাশি বিগত দেড় যুগেরও বেশী সময় তিনি মানবাধিকার নিয়ে কাজ করছেন। অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে থেকে কাজ করে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
কপিরাইট © 2023 দৈনিক কালের ছবি
Design & Development By Md. Rajib