1. aminandbd@gmail.com : Aminul Islam : Aminul Islam
  2. mrkarim121292@gmail.com : Leo Rezaul Karim : Leo Rezaul Karim
  3. rajib6850@gmail.com : Md. Rajib : Md. Rajib
  4. zahidbdg@gmail.com : Zahidul Islam : Zahidul Islam
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৩:১৮ অপরাহ্ন

আজই ইমরানের বাড়িতে পুলিশের অভিযান!

  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৫ Time View

আজ শুক্রবার জুমার নামাজের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে পুলিশ অভিযান চালাতে পারে। তবে তা ইমরান খানের সম্মতিতে এবং ক্যামেরার উপস্থিতিতে করা হবে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ অভিযোগ করছে, ইমরান খানকে গ্রেফতার করার পর ৯ মে কয়েকটি সামরিক স্থাপনায় হামলাকারী ৩০-৪০ জন ‘সন্ত্রাসী’ ইমরান খানের লাহোরস্থ জামান পার্ক বাড়িতে অবস্থান করছে। তাদের গ্রেফতার করার জন্য পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে।

পাঞ্জাবের কেয়ারটেকার তথ্যমন্ত্রী আমির মির বৃহস্পতিবার জানিয়েছেন, আইনপ্রয়োগকারী বাহিনী ইমরান খানের অনুমতি নিয়ে তার বাড়িতে তল্লাসি চালাবে। আর তা করা হবে ক্যামেরার সামনে।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার সঙ্ঘাতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা লাহোর কমিশনারের তদারকিতে খান সাহেবের কাছে একটি প্রতিনিধিদল পাঠাব।’

এই মন্ত্রী আগে বৃহস্পতিবার ২টার মধ্যে জামান পার্কের বাড়িতে থাকা ‘সন্ত্রাসীদের’ হস্তান্তর করতে ইমরান খানকে আলটিমেটাম দিয়েছিলেন।

মির বলেন, পাঞ্জাবের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী মহসিন নকভি এক সভায় সিদ্ধান্ত নিয়েছেন যে ইমরান খানের দলের কাছ থেকে সময় নিয়ে শুক্রবার জুমার নামাজের পর তার সাথে সাক্ষাত করবে।ইমরান খান অবশ্য তল্লাসি চালানোর আগে সার্চ ওয়ারেন্ট বহন করতে বলেছেন।
তবে ইমরান খান দাবি করেছেন, পুলিশ আসলে কোনো অভিযান পরিচালনা করবে না। তারা বরং কিছু লোককে সেখানে এনে তাদেরকে সন্ত্রাসী হিসেবে দেখানো হবে। তবে তথ্যমন্ত্রী এর জবাবে বলেন, সবকিছু হবে ক্যামেরার সামনে।
সূত্র : জিও নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
কপিরাইট © 2023 দৈনিক কালের ছবি
Design & Development By Md. Rajib